কবি ইমদাদ শাহ্

কবিতা - বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

লেখক: কবি ইমদাদ শাহ্

বৈষম্যের পদতলে ছিন্নভিন্ন স্বদেশের উত্তোরনে
ছাত্রদের তাজা প্রান নেমেছে জুলাইয়ের আন্দোলনে
তরুণ যুবা ছাত্র শ্রমিক মজুররা জেগেছে সমবেত স্বরে
শ্লোগান মিছিল জনতার ডাক আন্দোলন স্বদেশের তরে
বুকের ভেতর আগলে রাখা দেশে ঝরছে ছাত্রদের রক্ত
উলঙ্গের দেশে মাতাল খুনি জালিমেরা আজ বড়ই শক্ত
স্বাধীনতার চেতনায়
বিষন্ন হৃদয় মলিন মুখে
দিগন্তের দিকে মিলিয়ে যায় ওদের মিছিল
জানি না কোন মৃত্যু উপত্যকা ওঁৎ পেতে আছে
বন্দুকের নলে যুগ যুগ ধরে শোষিত জাতির মুক্তি বা কই
বৈষম্য বাসা বেঁধে জনমন আজ মেরুদণ্ডহীন নিষ্প্রাণ প্রবীণ
বৈষম্য থেকে মুক্তি পেতে ওরা করছে রাজপথ অবরোধ
ভগ্ন বুকে ব্যথিতরা আজ বেছে নিয়েছে আন্দোলনের পথ
দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ জনতার চোখ তখনো অন্ধ
দেশের সম্পদ লুটপাট করে জ্বলছিল শোকের আনন্দ
নিষ্পেষিত বিরোধী দল ধর্মীয় নেতৃত্ব দেশের গনমানুষ
স্বৈর শাসনে পিষ্ঠ হয়ে কাঁদছিল নেতা নেত্রী নারী পুরুষ
কেড়ে নেয়া হয়েছে সর্বস্তরের মানুষের ভোটাধিকার
কেড়ে নেয়া হয়েছে সম্মান চলাফেরা মুক্ত স্বাধিকার
আঘাতে আঘাতে জর্জরিত দেশের মস্তিষ্কে ছিল বৈষম্যে
লুটতরাজ দূর্নীতি দস্যুরা ছরিয়ে পড়ছিল দমে দমে
বৈষম্য ছিল রাজপথে মাঠে ঘাটে পথে ও প্রান্তরে
বৈষম্য ছিল ভর্তি মঞ্চ চাকরি ব্যবসা বাণিজ্য ও টেন্ডারে
বৈষম্য ছিল স্কুলে কলেজে রাজনীতি থানার চেয়ারে
বৈষম্য ছিল ধূলাবালি অফিসের টেবিল চেয়ার ডেস্কের ভেতরে
বৈষম্যের আগুন জলছিল জনমনে চোখে মুখে আন্দলনে
আগুন ছিল বিপ্লবীদের কন্ঠে প্ল্যাকার্ড ব্যানার শ্লোগানে
মুষ্টিবদ্ধ শূন্য হাতে হাক ডেকে আন্দোলন পেয়েছে নতুন গতি
দীর্ঘদিনের স্বৈরশাসনের যাঁতাকল থেকে চাইছে সবাই আজ মুক্তি
রাস্তায় নেমে আন্দোলনে তরুণ ছাত্র সমাজে আত্মবিলাপের সমাচার
ওদের মেরে শহীদের বুকের উপর দিয়ে যেতে চায় স্বৈরাচার
সরকারি বেসরকারি চাকরিসহ সমস্ত খাতে পেশীবহুল একটি দলের হস্তক্ষেপ
মেধাবীরা ঠুকে ঠুকে পচে মরছিল আওয়ামী স্বজন প্রীতির ছিল গুরতর বেগ
বৈষম্যের বিদ্রোহ ছিল জনমনে
নামল ওরা আন্দোলনে
বৈষম্যর আঘাতে ঝিমিয়ে পড়া জাতির মুক্তির পথ
ঐ ছাত্র জনতা
ছাত্ররা দেশের হৃদপৃন্ড স্নায়ু হৃদস্পন্দন
ছাত্র মানেই দেশ দেশের ভবিষ্যৎ ছাত্র মানেই দেশের শক্তি
ছাত্রদের করতলে উদিত হয় নতুন সূর্যের নতুন স্বাধীনতার
নতুন জাগরণের নিষ্পেষিত স্বাধিকার জাগ্ৰ্যত হয়
মুছে যায় জাহিল যুগ বৈষম্যের শিকল
বিরোধ ছিল জনমনে বিরোধ ছিল গনতন্ত্রে
শুধু মেরুদন্ডের জোর ছিল অজ্ঞতায় ঠাসা
বিরোধী বিপ্লবী ছাত্ররা জনতার চোখ খুলে দেয়
সেদিন জনতা ছাত্রদের সাথে নেমে যায় মাঠে
সংগ্ৰামী ছাত্র জনতার দেশের অধিকার ফিরিয়ে দিতে চায
প্রতিবিপ্লবীরা প্রতিহিংসার মূর্তি রোষে
ওদের সংগ্রামের ডাক আকাশে বাতাসে
রক্তক্ষয়ী রাজপথের বাধা পেরিয়ে
ওরা গেরিলার মত বার বার ওঠে এসে
আবার জেগেছে
ওরা জন অধিকার আর স্বদেশের নিরাপত্তা চায়
সমগ্ৰ দেশের মালিক এই ছাত্র জনতাই
শহীদের সমাধির উপর
তুমি ওদের মেরে দমাতে পারবে না
ওরা গাইছে বৈষম্য মুক্তির গান
২৪শের মহান ছাত্র প্রান
শুঁকছে ওদের রক্ত ঘ্রান
দেশের তরে বিদ্রোহ করে যারা আনল নতুন স্বাধীনতা
ইতিহাসের পাতায় যেন কভু মুছে না ওদের কথা

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন