কবি ইমদাদ শাহ্

কবিতা - কুয়াশায়

কবি ইমদাদ শাহ্
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ প্রকৃতির কবিতা

শীতের বার্তা বয়ে অসহ্য বেদনা
স্তব্ধ পৃথ্বীটা কুয়াশায় মাখা-
কুয়াশায় গ্ৰামগুলো পড়ে যায় ঢাকা
সূর্যিটা আয়েশে পিঠে পুলি পায়েশে
জেগে ওঠে পৃথিবীর সবগুলো শাখা
কুয়াশায় গ্ৰামগুলো পড়ে যায় ঢাকা
নিসর্গের শিশিরে কাক ডাকা তিমিরে
নিদারুণ যন্ত্রণায় থরথরে কাঁপা
কুয়াশায় পৃথ্বীটা পড়ে যায় ঢাকা

পরে পড়বো
২২৯
মন্তব্য করতে ক্লিক করুন