অমোঘ সত্য
কবি ইমদাদ শাহ্
সকালে উঠিছে রবি লাল রক্ত বরণ
জগতের সারা কূল ফেলিছে চরণ
দিন যায় রাত আসে
পাখি ডাকে ভোর হাসে
পূবদিকে উঠি রবি পশ্চিমে ডুবে
বায়ূস্রোত প্রাণ পরে সবারেই ছুবে
বিয়ে শাদী ভালোবাসা
স্রোতের বেগের ভাষা অধমের তরে
যে উত্তম সেই রয়
কভু নাহি তার ক্ষয় অতীব সদয়
যা করেছ বহুদূরে
তাই তোমায় ঘিরে ধরে
বাকা বাশের বাশরী
বাজিছে সেই আপনা সুরে
স্রোতের বেগে বেগে
জীবন নৌকা বাধাই আছে
পাপে ঢেউয়ে কদিন বাঁচে
কেউ যায় কেউ আসে
কেউ কাঁদে কেউ হাসে
এই অমোঘ সত্য
আধারের পেছনে থাকে যে আলো
পাপের পরে আসে পূণ্যের জল
সৃষ্টির পথে দেয় অমৃত ঢল
জগতের সারা কূল ফেলিছে চরণ
দিন যায় রাত আসে
পাখি ডাকে ভোর হাসে
পূবদিকে উঠি রবি পশ্চিমে ডুবে
বায়ূস্রোত প্রাণ পরে সবারেই ছুবে
বিয়ে শাদী ভালোবাসা
স্রোতের বেগের ভাষা অধমের তরে
যে উত্তম সেই রয়
কভু নাহি তার ক্ষয় অতীব সদয়
যা করেছ বহুদূরে
তাই তোমায় ঘিরে ধরে
বাকা বাশের বাশরী
বাজিছে সেই আপনা সুরে
স্রোতের বেগে বেগে
জীবন নৌকা বাধাই আছে
পাপে ঢেউয়ে কদিন বাঁচে
কেউ যায় কেউ আসে
কেউ কাঁদে কেউ হাসে
এই অমোঘ সত্য
আধারের পেছনে থাকে যে আলো
পাপের পরে আসে পূণ্যের জল
সৃষ্টির পথে দেয় অমৃত ঢল
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন