জুলাই মানে –
আমাদের দেশ আমরাই বুঝে নেব
দেশ চালাবে কে আমরা খুঁজে নেব
গনতান্ত্রিক অধিকার
আদায়ে সোচ্চার
দুঃশাসনকে রুখতে
গনতান্ত্রিক চুক্তি
তবেই আসবে দেশে
আম জনতার মুক্তি
শহীদ গাজীর রক্তের যে ঋন
শোধ হবে না কোন দিন
করতে হবে কিছু
দেশের পিছু পিছু
দেশে হবে গনতান্ত্রিক বিস্তার
স্বৈরাচারীর নেই যে কোন নিস্তার
যুগে যুগে বীর শহীদ
বুক চেঁতিয়েই আসবে
বুলেট মুখে বুক পেতে দিয়ে
রক্ত নদী ভাসবে
মিছিল নিয়ে ঝাঁপিয়ে পড়ে
জালিমের বিরুদ্ধে
দেশপ্রেমী হয়ে জড়িয়ে যাব
রক্তক্ষয়ী যুদ্ধে
দেশের জন্য আপন মনে
জীবন দেব বিলিয়ে
বুলেট বুকে বিঁধলেও
হাসব আবার খিলখিলিয়ে
জুলাই মানে সবার আগে দেশ
দেশের মানুষ দেশের মাটি
এই বাংলা নয় রে কভু
স্বৈরাচারের ঘাঁটি

২২৪
মন্তব্য করতে ক্লিক করুন