আবু সাঈদ বীর পুরুষ গায়ে আসাদের শার্ট
বুক চেঁতিয়ে লড়াই করে হয় না তবু কাত
গুলির পরে গুলি ছোড়ে ঝাঁঝরা হয় বুক
রক্ত ঝরে থরে থরে কে দেখে তার দুখ
কিনতে চায় সে স্বাধীনতা বেঁচবে কেউ ভাই
এমন পরাধীনতার বন্দিশালে আর না বাঁচতে চাই
মীর মুগ্ধ পানি হাতে বাংলার বাঁকে বাঁকে
স্বপ্ন চোখে তার সোনার বাংলা আঁকে
রাজপথে রক্ত নদী ভাসে একটা দেশ
কেউ জানে না এই রক্তের কবে হবে শেষ
বিপ্লবীদের কন্ঠে জাগে প্রতিবাদী সুর
বিশ্বজুড়ে ঘৃনার আওয়াজ জাগে দূর দূর
তবু থামে না গুলির শব্দ তবু থামে না কেউ
দেশ জুড়ে জাগছে যেন রক্ত নদীর ঢেউ
বুক চেঁতিয়ে লড়াই করে লক্ষ বীর যোদ্ধা
হাসপাতালে কাতারে বেড়ায় আহত মুর্দা
হাত নেই পা নেই আর নেই কারো চোখ
দেশের জন্য লড়ছে ওরা এইটুকু যে সুখ
দুঃশাসনের শেকল পড়ে ঘুরছে স্বাধীনতা
স্বৈরাচারী শুনছে না দেশের কারো কথা
টগবগিয়ে রক্ত উঠে গোটা দেশ জুড়ে
শহীদ গাজীর মিছিলে যায় প্রতিবাদী সুরে
দেয়ালগুলো ভরে উঠে ঘৃণার মন্ত্র এঁকে
স্বৈরাচারের চোখে তালা দেখেও না দেখে
ভিনদেশী তাবেদারী আর অসুর শক্তির ক্রোধ
জুলুমে বেপরোয়া ফ্যাসিস্ট হয় না একটু বোধ
রাজ তোরণে আঘাত হানে আম জনতার ঢল
স্বৈরাচারী দেশত্যাগী ভাই জনতা নয় দূর্বল
জুলুম অত্যাচারের দেশে থেকে ছুটল নির্মমতা
অনেক ত্যাগের দামে কেনা এবারের স্বাধীনতা

০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
১৭৮
মন্তব্য করতে ক্লিক করুন