কবিতা

কবি ইমদাদ শাহ্ কবি ইমদাদ শাহ্

আরেকটি কবিতার কেতন উড়ল
স্বাধীন চেতা জাতির গৌরব স্বপদে
আবার কবিতার রঙে আমার দেহের প্রতিটি অঙ্গে
বিদ্রোহ সংগ্ৰাম রক্ত বারুদ ঘনঘটা
এ যেন নবজীবনের রং মৃত্যুর বিভীষিকা
কবিতার প্রতিটি অক্ষর রাঙা সূর্যের রাঙা লোকের মত
যেন মুক্তির আভাষ পূর্বাশা
প্রতিটি চরনে তিমির টুটে ওঠে রবি
আসে প্রলয় আসে মলয় মুক্তি আসে মুক্ত আভাস
দীপ্ত প্রানে রক্ত রুধির রুদ্ধ রুধির
উন্মেষের দ্বার দীর্ঘশ্বাস
দ্বার খুলে দাও দ্বার দাও মুক্ত কর তারে
শৃঙ্খল বেদীর বীজ বুনে কে কদিন বাঁচতে পারে
দূর্গ গড় দূর্ঘল দ্বারে দেশপ্রেম যার স্তুতি
বিশ্বভালে নিঃস্ব হালে বর্ণাঢ্য যার মুক্তি
শিথিল স্বরে নিখিল মানব করবে কি তুর কন্ঠ রোধ
দূর্জয় পায়ে যা এগিয়ে দৃপ্ত চিত্তে নে শপথ
দৃপ্ত চিত্তে এই নিভৃতে ভেসে ওঠা নিস্পৃহ নিত্য ছবিটা
হৃদয় থেকে কলমের শীষে ফুটে উঠুক কবিতা
শিল্পীর ছোঁয়ায় হৃদয় তুলিতে ফুটে উঠা ব্যাকুলতা
প্রগাঢ় অনুভূতিশীল হৃদয় পটে ফুটে উঠে কবিতা
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন