চাঁদেও কলঙ্ক রহে পর পৃষ্ঠের পারে
রিক্ত বেদন পুষে মোহের আঁধারে
চাদের বাড়ি টুটি সূর্যের বাড়ি চাই
সূর্য সুখের সখা সূর্য মোর ভাই
সূর্যের চির দিপ্তী তন্দ্রা তীলক ঘোষে
চাদের সব দোষ সূর্যের প্রকট রোষে
সূর্যের তরে বন্দনা চাদের সনে আরি
সূর্যকে জানাই প্রণাম এসো মোর বাড়ি
চাদ বেচার অমোঘ মৃত্যু তাতে কি
আমি যবে মোহসুধা সবি হরেছি
সূর্যের পানে হাতছানি চাদের পানে রাই
মোর সাথে চাদের কভু বিভুই বৈরিতা নাই
দূর আকাশে সূর্য হাসে তীব্র তুরুপ রোষে
তাই দেখে মোর ইন্দ্র কি কুরপ তাতি নাশে
ধুমকেতু আর তারকার সনে চাদের মহা মিল
কি যায় ওদের মোহ রাসে নয় ত হেন খিল
সূর্যের সগৌরব চাদেরে হেরি দান
সূর্য ধরার হীরম শঙ কুলের প্রাণ
মেঘের সনে সূর্যের আড়ি থাকে কতক্ষণ
সূর্য রোষে দীপ্ত তপে করে নে হরণ
গ্রহণ লেগে দূর পানে যবে সূর্য বিলীন
এবার তবে চাদের সনে বাজুক সুরেল বীণ
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন