ফাইয়াজ ইসলাম ফাহিম

কবিতা - কি করে বোঝাবো পরী কে ভালবাসি

লেখক: ফাইয়াজ ইসলাম ফাহিম

কি করে বোঝাবো পরী কে ভালবাসি
যতই পরী কে ভালবাসি ততই মন হয় তার উদাসী
পরী আমায় বোঝে না পরীর মন দোদুল্যমান।
পরীর মন এই সতেজ, এই ম্লান
পরীর কে পাওয়ার আশে কত অর্চনা করলাম
প্রেম দেবতা মদনের কাছে!
আমার পরী কে এনে দিন, প্রেম দেবতা মদন ও ধড়িবাজ
ভৎসর্না করলেন ঠাঁই দিলেন না পরীর মনে?

মন তাপক্লিষ্টে নুয়ে গেছে,মহা তমিস্রায় আচ্ছাদিত এই ভূলোক
যেদিকে তাকাই সেদিকে তম্রিসা!
পরীর ঠারেঠোরে দেখে বুঝেছিলাম আমায় ভালবাসে,
কিন্তু অনুমেয় করতে পারিনি,পরী আমায় কিঞ্চিৎ ভালবাসে না।

বুক ফেঁটে যায় যেন গরম লাভার স্রোত বইছে এই বুকে
কিন্তু,পরী আমার বুঝে না আমার বক্ষের ব্যথা, দূর থেকে ভালবাসি
তাই এ্যাত্ত অবহেলা।

আমার ব্রীড়া নেই তাই বারংবার ভস্মে ঘি ঢালি
আর ভগ্নমনোরথ নিয়ে ফিরে আসি ,পরী হাসে খিল খিল
আমার করুণ অবস্থা দেখে?

আমি পরী কি নিয়ে কত গর্ব করতাম
কিন্তু,আমি ছিলাম সবথেকে বড় অর্বাচীন
কচুরিপানা হয়ে কি পরী কে ভালবাসা যায়?

আমি তো পরীর কাছে ব্যাঙের আধুলি
বেহদ্দ পরী কে ভালবেসে ছিলাম,
পরী আর কচুরিপানার মাঝে বেষ্টনী আছে তা আমার অবিদিত ছিল
পরী আমার প্রতি বীতশ্রদ্ধ!
আমি কচুরিপানা তবুও পরীর মনে ভালবাসার তরঙ্গ সৃষ্টি করি
কিন্তু পারি না,পরী যে ভালবাসা সম্পর্কে বিমূঢ়…

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৬৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন