এক মুসাফির।

সেই আসিবে কবে?
নিষ্ঠুর এই ভবে।
সকলের তরে,
কত প্রজন্মের পরে?

সেই কি আসবে হয়ে এক মুসাফির,
যে হবে অনেক তেজস্বী,
হবে এক মহান-বীর।

যে হবে এক তেজীয়ান, হবে এক উম্মাদ,
যার তোপে অত্যাচারীরা হবে ধূলিসাৎ।

সেই হবে এক মহান-বীর,
আসিবে হয়ে এক মুসাফির।

যদি কেউ হয় অত্যাচারী,
তাকে ও থাকতে হবে হুশিয়ারি।
সে হবে অন্যায়ের প্রতিবাদী,
তার জন্য লাগবে না কোন তরবারি।

আজ যাদের উপর হয় অত্যাচার,
কাল যেনো তারা করতে পারে
সকল অত্যাচারীদের ছারখার।
এর জন্য এক প্রতিবাদী নেতা দরকার।

হোক সে কোনো মুসাফির,
হোক সে কোনো মহাবীর,
সেই যেনো থাকে অন্যায়ের প্রতিবাদে স্থির।

কে হবে সেই মুসাফির?
কে হবে সেই মহাবীর?
তুমি জানতে চাও ও আমার ভাই?
খুঁজতে হবে না কাউকে, তুমি আছো যে তাই।

তুমিই হবে সেই মহাবীর,
তুমিই হবে সেই মুসাফির।
তুমিই শুরু করবে তোমার জায়গা থেকে
অত্যাচারীদের বিনাশ।

তোমার ছায়া তলে থেকে যেনো নির্যাতিত ব্যক্তি
মুক্ত আকাশের নিছে নিতে পারে শ্বাস-প্রশ্বাস।

চলো আমরা সবাই হাতে হাত রেখে
আজ থেকে শপথ করি,
সবাই যে যার জায়গা থেকে
অত্যাচারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করি।

অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার মুক্ত
আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ি।

পরে পড়বো
১১
মন্তব্য করতে ক্লিক করুন