জীবনের পথে।
আঁধার নামে, আলো ফোটে, দিনের শেষে রাত,
পথের বাঁকে কত যে মোড়, কত আঘাত-প্রতিঘাত।
তবুও থামে না জীবনধারা, বয়ে চলে আপন স্রোত,
স্বপ্ন দেখা থামে না কভু, জাগে নতুন রোত।
পথের ধুলো পায়ের নিচে, ফেলে আসা ক্ষণ,
প্রতিটি পদক্ষেপে জ্বলে নব উদ্দীপন।
ভুলগুলো হোক শিক্ষক সবার, শেখা হোক সার,
পেছনে ফেলে এসো ভয় সব, যা ছিল অসার।
কষ্ট আসে, বেদনাও আসে— জীবনেরই খেলা,
শক্তি ভরে মনটাকে, কাটুক এমন বেলা।
ঝড় উঠুক, ঢেউ আসুক, সব যাবে সরে,
সাহস নিয়ে দাঁড়াও তুমি, নিজেরই বন্দরে।
ক্লান্ত হলে একটু থামো, তারপর আবার হাঁটা,
গন্তব্য যে হৃদয়ে আঁকা— সেখানেই তো প্রভাতা।
সময় স্রোতে ভাসা নয়, হও দৃঢ় দাঁড়,
লক্ষ্যে পৌঁছাও নিশ্চয়তায়, করো পারাপার।
ছোট্ট বিন্দুর মাঝেই লুকায় মহাকাশ,
নিজেকে খুঁজে পাও যদি, হবে না নিরাশ।
প্রতিটি দিন নতুন সুযোগ, নতুন ভোরের গান,
নিজের হাতে লেখো তুমি, জীবনেরই প্রাণ।
২০

মন্তব্য করতে ক্লিক করুন