শেষ চিঠি।
আজ রাত গভীর হোক, চারদিকে স্তব্ধতা,
কলম ধরেছি একা, লিখি শেষ কথা।
যা কিছু অব্যক্ত ছিল, হৃদয়ের যত ভার,
এই কাগজে রেখে যাই, জীবনের অঙ্গীকার।
জানি না এ চিঠি আর পৌঁছাবে কিনা হাতে,
তবুও শেষ বারে লিখি, নিরাশার রাতে।
ভুল করে কাছে আসা, ভুল করে ভালোবেসে,
যেটুকু আলো জ্বেলেছিলে, আজ তা গেছে ধুয়ে।
আমার সকল ভুল তুমি ক্ষমা করে দিও,
পুরোনো স্মৃতিগুলো যতনে কুড়িয়ে নিও।
অভিযোগ নেই কোনো, শুধু প্রার্থনাটুকু,
তোমার আগামী পথ হোক সুখের, নির্ভুল।
এ বন্ধন শেষ হলো, মুছে যাক সব রেখা,
ঠিকানা দিলাম না, তবুও রইল লেখা।
বাতাসে উড়িয়ে দিলাম শেষ বিদায়ের সুর,
ভালো থেকো প্রিয়তম, থেকো বহুদূর।
আর কোনো ডাক দেব না, ফিরব না পিছে,
এইটুকু জানিও, তোমার স্মৃতি আছে।
চিঠি বন্ধ করি আজ, মায়ার বাঁধন টুটি,
ভাঙা বুকে রইল শুধু শেষ প্রত্যাশাটুকু।

মন্তব্য করতে ক্লিক করুন