মোঃ ফখরুল ইসলাম সাগর।

কবিতা - শহরের ক্যানভাস।

মোঃ ফখরুল ইসলাম সাগর।
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ বিবিধ কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

শহরের ক্যানভাস।

​এই কাঁচের দেয়াল জুড়ে, শহরের দীর্ঘ আলো,
নিঃশব্দে দাঁড়িয়ে আমি, লক্ষ্য শুধু চলো।
ভেতরের ক্যানভাসে আঁকা, স্বপ্নের আয়োজন,
দৃঢ় প্রত্যয় বুকে, করি পথ নির্ধারণ।

​সময় আমার হাতে, পোশাকে শিল্পের টান,
আমারই গড়া এই জগত, এখানে আমার স্থান।
ভিড় থেকে দূরে আমি, দেখছি দিগন্তের শেষ,
নিজেই নিজের সম্রাট, নেই কোনো অবশেষ।

পরে পড়বো
৬৩
মন্তব্য করতে ক্লিক করুন