ঠিকানা।
আলোকিত করি পথ, দিনের আলোতে,
লক্ষ্য স্থির করে, এগিয়ে চলাতে।
দিগন্তের পানে চেয়ে, দৃঢ় আমার পণ,
জীবনের গতিপথে আমি করি উত্তরণ।
সময়ের চাবিকাঠি আছে আমারই হাতে,
সাফল্যের ছবি আঁকি জীবনের এই পাতে।
ভবিষ্যৎ উঁকি দেয় কাঁচের জানালাতে,
আমি প্রস্তুত, জয়যাত্রা শুরু হোক এই রাতে।

মন্তব্য করতে ক্লিক করুন