ফারহান নূর শান্ত

কবিতা - বিরহ লোভ

লেখক: ফারহান নূর শান্ত

কখনও কখনও,
চুমুতে লুকিয়ে থাকে বিষাক্ত প্রলোভন।

ওষ্ঠে মিথ্যে হাসির আভা,
জড়িয়ে থাকায় ফুটে ওঠে কামনা।

যৌনতা যেন,
হিংস্রতার জানান দেয়।

সঙ্গম শেখেনি,
বৈধতা কাকে বলে!

দেহ লুটিয়ে পড়ে,
ক্লান্তিতে বিরতি নেয় সে দেহ।

আরেকটিবার বিরহ লোভ জন্মালে,
এ হিংস্রতার কাছে ধরা দেবে কামনা।

— Farhan Noor Shanto

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন