দায়িত্ব

ফারহান নূর শান্ত ফারহান নূর শান্ত

তারপর,
আমাদের সময় কেটে যায় পত্রিকা কিংবা,
অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তির দিকে চোখ বুলোতে বুলোতে।

পড়ার টেবিলে উঁচু উঁচু বইয়ের স্তুপে, অনলাইনে বেস্টসেলিং বই কিনুন
লাল সবুজ নীল রঙের কলমে,দাগানো পড়াগুলোয়
বারংবার চোখ যায়।

বেকার জীবনে,
বয়সটা বোধয় দ্রুতই বাড়তে থাকে।
ঘড়ি আর ক্যালেন্ডারকে চরম শত্রু মনে হয়।

বার্ধক্যটাও অসময়ে এসে ভীড় করে
আমাদের বাবা মায়ের জীবনে।
চোখের চশমার কাচ মোটা হতে থাকে,
কপালের ওপরে চুলগুলোতে পাক ধরে যায়।

এবার তাদের একটু স্বস্তিতে থাকতে দেবার পালা,
জীবনের আর্ধেকটা সময়ই সর্বস্ব দিয়ে,
সবার জন্য করে গেছেন।

দায়িত্ব কি জিনিস,সেটা বয়স জানেনা।

জীবন,পরিস্থিতি,
মানুষকে শিখিয়ে দেয় সেসব।

ভালো কি মন্দ!
টিকে থাকার তাগিদে পরিশ্রম সহচরী।

পরিবার,মানুষজন কিংবা নিজ সত্তা,
একটা সময়ের পর, হাল ধরার জন্য আমরা লড়ি।

হোক স্বেচ্ছায়,হোক বাধ্যতায়।

© Farhan Noor Shanto
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন