কবিতা - জ্যোৎস্না ফারহান নূর শান্ত প্রকৃতির কবিতা রোদের উষ্ণতা মেখেছ কি গালে ? সকালের শিশির,বেলা গড়ালে থাকছেনা বিকেল ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, রাতের কাছে,হাত পেতে নিও জ্যোৎস্না । ♥ ০ পরে পড়বো ১৬২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন