কিছু কিছু মেয়েদের প্রেমিক থাকেনা।
এদের জীবন, ভালোবাসা খুনসুটি
তার পরিবারকে ঘিরে থাকে।
শান্তির জায়গা বলতে নিজ বাড়িটাকেই বোঝে।
এরা দিনটা শুরু করে, ভোরবেলায় উঠে ,
মায়ের কাজের চাপ কমানোর জন্য যতটা করা যায়
ঠিক ততোটাই কাজ সেরে ফেলে সকাল সকাল।
এরা জানে, বাবার পছন্দের পায়েশটা রান্না হলে
বাবা কত খুশি হন।
মায়ের সাথে হাতে হাত লাগিয়ে বাকি কাজ শেষ করে,
ভাইকে ডেকে তোলে ঘুম থেকে।
বড্ড অলস আর ঘুম কাতুরে ছেলেটা।
বুবুর(বোনের) বকুনি ছাড়া তাকে বিছানা থেকে তোলাই যায় না।
এমন মেয়েদের নিজস্ব একটা ছোট্ট জগৎ থাকে।
নিজের একটা রুম, পছন্দের বারান্দা
সারিসারি ফুলের টব, সেল্ফে পছন্দের নানান বই,
জগৎ ভোলা একখানা হাসি দেয়া ছবি দেয়ালে।
মাঝারি আকারের একটা ড্রেসিংটেবিল,
আয়নাতের ঠিক ওপরের দিকটায় খুলে রাখা
কয়েকটা টিপ লাগানো।
এরা শাড়ি পরতে খুব বেশিই ভালোবাসে।
চোখে হালকা কাজল, ছোট্ট টিপ
বাহারি আঁচলে নিজেকে দেখেই খুব করে লজ্জা পেয়ে যায়।
দরজার ও পাশ থেকে উঁকি মেরে ছোট ভাইটা বলে যায়,
বুবু তোকে তো বুড়ির মতো দেখাচ্ছে।
ভাইয়ের পেছনে চিড়ুনি হাতে তাড়া করে বেড়ায়।
ফিরে এসে আরেকটিবার নিজেকে আয়নাতে দেখে নেয়,
না’তো সব ঠিকঠাক আছে।
বড্ড শয়তান একটা ধুরররর,
কি সব বলে শুধু।
কিছু কিছু মেয়েদের প্রেমিক থাকেনা।

মন্তব্য করতে ক্লিক করুন