নূতনের যাত্রা
ফারহান নূর শান্ত
সৃষ্টি হতে জন্ম
জন্ম হতে জন্মান্তর
সময় কাল যুগ,
মানুষ জন্মেছে প্রজন্মের পর প্রজন্মে।
কাল ভেদে এসেছে ভিন্নতা,চলনবলনে
ভাষায় সাহিত্যে।
মানুষ চিনেছে নূতন,জানিয়েছে নূতন
শিখিয়েছে অদেখাকে ধারণ করার ক্ষমতা।
মার্জিত ভাষা,প্রাচীনে আঞ্চলিক
সাধু কিংবা চলিততে
অভিজ্ঞতায়,ভাবনার দৃষ্টিভঙ্গিতে
রূপ বদলেছে সবে।
আমাদের কাছে পথপ্রদর্শক সেসব,
সেসবে পূর্ণতা পেয়েছে অতীত।
যা ছিলো বাকি,ভরাট হয়েছে তা
নূতনের হাতে।
হিংস্রতা ধ্বংস করেছে বহু সৃষ্টিকে,
ভেঙে গুড়িয়েছে নূতনের নূতন ভাবনার রাজ্য।
ছিদ্রান্বেষী যারা,
কেড়েছে কতশত কল্পনার ক্ষমতাধর ভাবুককে।
তবুও মানুষ মেলেছে নিজেকে
আদি হতে দিব্যলোকে।
সৃষ্টির কাছে হেরেছে ক্রোধ
নূতনে এসে করেছে, আদি ঋণের শোধ।
জন্ম হতে জন্মান্তর
সময় কাল যুগ,
মানুষ জন্মেছে প্রজন্মের পর প্রজন্মে।
কাল ভেদে এসেছে ভিন্নতা,চলনবলনে
ভাষায় সাহিত্যে।
মানুষ চিনেছে নূতন,জানিয়েছে নূতন
শিখিয়েছে অদেখাকে ধারণ করার ক্ষমতা।
মার্জিত ভাষা,প্রাচীনে আঞ্চলিক
সাধু কিংবা চলিততে
অভিজ্ঞতায়,ভাবনার দৃষ্টিভঙ্গিতে
রূপ বদলেছে সবে।
আমাদের কাছে পথপ্রদর্শক সেসব,
সেসবে পূর্ণতা পেয়েছে অতীত।
যা ছিলো বাকি,ভরাট হয়েছে তা
নূতনের হাতে।
হিংস্রতা ধ্বংস করেছে বহু সৃষ্টিকে,
ভেঙে গুড়িয়েছে নূতনের নূতন ভাবনার রাজ্য।
ছিদ্রান্বেষী যারা,
কেড়েছে কতশত কল্পনার ক্ষমতাধর ভাবুককে।
তবুও মানুষ মেলেছে নিজেকে
আদি হতে দিব্যলোকে।
সৃষ্টির কাছে হেরেছে ক্রোধ
নূতনে এসে করেছে, আদি ঋণের শোধ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন