ফররুখ আহমদ

কবিতা - ঝুমকো জবা

লেখক: ফররুখ আহমদ
ধরণ: ছড়া

ঝুমকো জবা বনের দুল
উঠল ফুটে বনের ফুল।
সবুজ পাতা ঘোমটা খোলে,
ঝুমকো জবা হাওয়ায় দোলে।
সেই দুলুনির তালে তালে,
মন উড়ে যায় ডালে ডালে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩২০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন