শিরোনাম: মিথ্যে প্রতিশ্রুতি
গল্পকার: শংকর ব্রহ্ম
মিথ্যে প্রতিশ্রুতি
শংকর ব্রহ্ম
দোতলার ব্যালকনি থেকে একব্যক্তি নীচে একজনকে দেখতে পেলেন, যার শরীরে কোন রকম গরম পোষাক নেই। বাইরে তখন ৯/১০ ডিগ্রি হীমশীতল রাত।
তিনি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন,
“বাইরে এত ঠাণ্ডা আর আপনার গায়ে কোন গরম পোষাক নেই, আপনার ঠাণ্ডা লাগে না?”
লোকটি উত্তর দিলো, “আমার কোন গরম কাপড় নেই, আমি মানিয়ে নিয়েছি ঠান্ডার সঙ্গে।”
ধনী ব্যক্তিটি উপর থেকে বললেন,”দাঁড়ান, আমি আপনাকে একটা গরম পোষাক এনে দিচ্ছি। একটু অপেক্ষা করুন।”
লোকটি খুব খুশি হয়ে বলল, আচ্ছা।
ব্যক্তিটি ঘরে ঢুকে, নিজের অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লেন, বেমালুম ভুলে গেলেন সেই লোকটির কথা।
সকালে ঘুম থেকে উঠে তার মনে পড়ল, লোকটির কথা। সঙ্গে সঙ্গে তিনি দোতলার ব্যালকনি থেকে উঁকি মেরে দেখেন, বুড়ো লোকটি ঠান্ডায় মরে পড়ে আছেন সেখানে।
লোকটি নীচে নেমে এসে দেখেন, লোকটির হাতে একটা চিরকুট, তা’তে লেখা –
“যখন আমার কোন গরম কাপড় ছিল না,
তখন তীব্র ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল। কারণ, আমি মানিয়ে নিয়েছিলাম ঠান্ডার সাথে। কিন্তু আপনি যখন আমাকে গরম পোষাক দিয়ে সাহায্য করার কথা বললেন, তখন আমি তা’তে এত আসক্ত হয়ে পড়লাম যে ঠাণ্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেললাম।”
মন্তব্য করতে এখানে ক্লিক করুন