আমাকে শান্তি দে

জে এস এম অনিক জে এস এম অনিক

আমাকে শান্তি দে

স্বাধীন দেশের মর্যাদা এখনও পাই না
যুদ্ধ করে দেশ এনেছে তাদের নাকি বাপের ভিটা
কত কাল আর চলবে এসব
স্বার্থের জন্য নিচ্ছো বনের ইজ্জৎ।

এ কেমন ভাই?
মুক্তিযুদ্ধের কোটা নিয়ে ক্ষমতা বাড়াও
এদেশ আমার,তোমার, সকলের
তোমার দাদা মুক্তি যোদ্ধা
আমার বাবা দিনমজুর।
তাই বলে কি দাদার নামে করবে এখন উৎপাত
তোমার দাদা গত হয়েছে
আমার বাবা চলমান
মেধা এখন পরিপূর্ণ কোটার জন্য বেকার
তোমরা তো ঠিক আরামে আছো
দেশের টাকা পেয়ে খুব
তার উপর আবার চাকরি পাচ্ছো
মনে আছে অনেক সুখ

এসব আর চলবে না
ছাত্র সমাজ জাগ্রত হয়েছে
ভুল গুলো সব ধরিয়ে দিবে
ছাত্ররা মারে না, ছাত্র মরে
তবুও দাবি আদায় করে ছাড়ে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন