আমি স্বাধীন হবো
জে এস এম অনিক
আমি স্বাধীন হবো
- জে এস এম অনিক
আমি আকাশ পথে উড়ন্ত বালু কণা হবো
আমি সাগরের জলে লাল কাঁকড়া হবো
আমি রাজ পথে ঘূর্ণি জড় হবো।
সব কিছু থমকে যাবে, বন্ধ হবে অত্যাচার
মিথ্যে প্রতিশ্রুতি আর কত সইবে জনগণ
রক্তে ভেজা সাদা জামাটা কবে শুকাবে
আমি কবে আবার হাতে কলম ধরবো।
কবিতা লিখবো, গান লিখবো নিজের ইচ্ছে মতো
স্বাধীন ভাবে নিজ মনেতে ভাষণ দিবো
আমি অন্ধের জন্য উপন্যাস লিখবো
কবে পাবো ফেরত সে সব ইচ্ছে।
রক্ত না দেখে ফুল দেখবো
ইচ্ছে স্বাধীন মানুষ দেখবো
প্রেম দেখবো, প্রেমিকা দেখবো, সুখ দেখবো।
তা না দেখে,দেখি শুধু রক্ত
বোনের রক্ত, ভাইয়ের রক্ত, পথচারীর রক্ত।
তাই আমি রক্ত জমাট নিবেদিত শত্রু হবো
আমি প্রবল দাবদাহে চামড়া পুড়ে দিবো।
আমি কলম না ধরে গুলি ধরবো!
কামান হাতে নিয়ে সব কিছু শেষ করে দিবো
আমি মানুষ হবো।
১৬/০৭/২০২৪
- জে এস এম অনিক
আমি আকাশ পথে উড়ন্ত বালু কণা হবো
আমি সাগরের জলে লাল কাঁকড়া হবো
আমি রাজ পথে ঘূর্ণি জড় হবো।
সব কিছু থমকে যাবে, বন্ধ হবে অত্যাচার
মিথ্যে প্রতিশ্রুতি আর কত সইবে জনগণ
রক্তে ভেজা সাদা জামাটা কবে শুকাবে
আমি কবে আবার হাতে কলম ধরবো।
কবিতা লিখবো, গান লিখবো নিজের ইচ্ছে মতো
স্বাধীন ভাবে নিজ মনেতে ভাষণ দিবো
আমি অন্ধের জন্য উপন্যাস লিখবো
কবে পাবো ফেরত সে সব ইচ্ছে।
রক্ত না দেখে ফুল দেখবো
ইচ্ছে স্বাধীন মানুষ দেখবো
প্রেম দেখবো, প্রেমিকা দেখবো, সুখ দেখবো।
তা না দেখে,দেখি শুধু রক্ত
বোনের রক্ত, ভাইয়ের রক্ত, পথচারীর রক্ত।
তাই আমি রক্ত জমাট নিবেদিত শত্রু হবো
আমি প্রবল দাবদাহে চামড়া পুড়ে দিবো।
আমি কলম না ধরে গুলি ধরবো!
কামান হাতে নিয়ে সব কিছু শেষ করে দিবো
আমি মানুষ হবো।
১৬/০৭/২০২৪
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৬৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন