হাসান জামান

কবিতা - এ হেমন্তে

লেখক: হাসান জামান

এ হেমন্তে
হাসান জামান

এ হেমন্তে গর্ভবতী সোনালী ধানের মাঠ
দিগন্ত ছুঁয়ে নীল সাদা বিমর্ষ মেঘ
নিস্ফলা মরা নদী ভাঙা খেয়া ঘাট
এ সবই এখন বাসনা বাড়ায়, ছড়ায় উদ্বেগ!

কতো দিন দেখি নাই আমার কবিতার গ্রাম
দেখি নাই কামরাঙা গাছ চড়ুই পাখির নাচানাচি
ভুলে গেছি প্রথম পাঠশালা প্রিয় বন্ধুদের নাম
হৃদয়ে চৈত্রের দারুন খরা স্বপ্নহীন চোখে বেঁচে আছি!

এ শহরে শরত হেমন্ত নেই শুধু কোলাহল
ব্যস্ততা নিয়েছে কেড়ে আমাদের একান্ত সময়
চারপাশে মানুষের বিভেদ অশান্তি নদীর ঘোলাজল
বসে থাকি সুদিনের অপেক্ষায় আসবে বিজয়!

ইচ্ছে করে এ হেমন্তে ফিরবো না আর
দিগন্ত নীলে সোনালী ধানের মাঠ ভরা ক্ষেতে
শালিক পাখির সাথে উড়ে যাব বিলের ওপার
ফিরে যাব শৈশবে কুয়াশার ভোরে আনন্দে মেতে!

৯২
মন্তব্য করতে ক্লিক করুন