হাসান জামান

কবিতা - এ কান্না রাখবো কোথায়

হাসান জামান

অবিশ্বাস্য! চাঁদের পাহাড়ে আগুন
নিমিষেই টুকরো টুকরো সহস্র স্বপ্ন
আগুনে পুড়ছে শিশুদের হাসি
পুড়ছে স্কুল রুম পড়ার টেবিল চক ডাস্টার
বই খাতা কলম রঙিন পেন্সিল
বোধহীন মৃত্যুর লেলিহান শিখা
পুড়িয়ে দিচ্ছে মা বাবার চোখের শান্তি
স্বর্গীয় গান হাস্নাহেনার সুঘ্রাণ
আগুনের আর্তনাদে নির্বাক টিচার
ভুলে গেছে প্রিয় ছাত্রের নাম
অবাক বিষ্ময়ে চেয়ে চেয়ে দেখি!
আমি গাজার অভুক্ত শিশুদের কথা বলছি না
বলছি না ঘাতকের কাছে শিশুদের কান্নার কথা
ঢাকা এখন বিনা মেঘে বজ্রপাতের শহর
মাইলস্টোন স্কুল স্পর্শ করেছে মৃত্যু ফলক
সোনার পাখিরা উড়ছে আকাশে
বিষন্ন বিকেলের চোখে বজ্র বৃষ্টি
মৃত্যুর রেলগাড়ী কোথা থেকে আসে
কোথায় থামে! জলভরা মেঘ
এ কান্না রাখবো কোথায়?

৪৬
মন্তব্য করতে ক্লিক করুন