আহারে জীবন আমার

হাসান জামান হাসান জামান

আহারে সে এক জীবন আমার,
চৌকাঠে দাড়িয়ে ঘন অন্ধকার,
এলোনা ফিরে সোনালী সকাল
ধূসর জগতে নাচে বিষন্ন কাল!

সারাক্ষন নাচে মৃত্যু পায়ের নিচে,
উড়ে যায় স্মৃতি বালিকনা সীবিচে
সমুখে সমূদ্র উত্তাল জলোরাশি
প্রিয় বন্ধুর লাশ স্রোতে যায় ভাসি!

চোখে বৃষ্টির দু'একটা ছিঁটেফোঁটা
হৃদয়ে মরীচিকা আশা,বৃথা ছোটা
জোয়ারের বাঁধ ভাংগা পাহাড়ি ঢল
কি করে দু'হাতে ঠেকাই, অবিরল!

কি করে গড়ি আজব কাব্যের ঘর
কি করে ক খ দিয়ে সাজাই অক্ষর
শ্রমিকের সচিত্র নাট্য হলো না লেখা
হলো না মহান কবিদের আর দেখা!

হলো না ভ্রমন পৃথিবীর পথে প্রান্তরে
ডানা ভাঙ্গা স্বপ্ন বিলাস কাঁদে অন্তরে
মৃন্ময়ী চলে গ্যাছে স্মৃতি চিহ্ন ফেলে
কাটে দীর্ঘ রাত দীর্ঘ শ্বাস বুকে ঠেলে!

একদিন চলে যাব দিগন্তে একা একা
প্রিয় পাঞ্জেরী তোমাকে হলোনা দ্যাখা
তোমার কাব্যের হলো না ক খ শেখা
মুক ও বধির পড়েনা বিদ্রোহী লেখা।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন