হাসান জামান

কবিতা - আমাদের হৃদয় কৃষ্ণ গহ্বর

লেখক: হাসান জামান

আমাদের হৃদয় এক কৃষ্ণ গহ্বর
মুহূর্তে গিলে খায় সূর্য সকাল বিন্দু বিন্দু আলো
প্রেম প্রীতি মুছে লিখে মানবতার কবর
মাথার ভেতর উড়ে হতাশার মেঘ অন্তহীণ কালো।

কাউকে সন্তুষ্ট করা সহজ নয়
নিজেকে নিলাম করে যারা আনে নতুন বিজয়
ওদের প্রতি সামান্যই কৃতজ্ঞ এক অন্ধের দল
ভূবন ডাঙায় – ওরা চক্ষু রাঙায়
অন্ধের দেশে ওরা রঙিন চশমাওয়ালা
ওদের চকচকে টি শার্টের বোতাম খোলা
ওরা ছাড়া রাজনীতি অর্থনীতি বেবাক অর্থহীন
ওরা আজন্ম মোঘল সম্রাট মুকুট বিহীন!

লাল কেল্লায় ষড়যন্ত্রের ধোঁয়া উড়ে
একথালা ভাত আর কাঁচা লংকার খোঁজে
হাপিত্যেশ, শহীদ জননীর হৃদয় পুড়ে!

হিংসার আগুনে পুড়ে নিরীহ জনতা
চাই ওদের ব্যাংক বীমা অসীম ক্ষমতা
তাজা মাংসের লোভে মত্ত কিছু বন্য শুকুর
মানুষের সাজে ঘোরে বাংলার রক্তাক্ত প্রান্তরে
চায় স্বপ্নের সমূদ্র জান্নাতি হুর।

পৃথিবীর কথা ভুলে যারা নিয়েছিল নক্ষত্রের শপথ
যারা বলেছিলো পেছনে পুলিশ সামনে স্বাধীনতা
কতো সহজেই ভুলে যাই ওদের দেখানো সেই পথ
ভুলে যাই শত তরুণের রক্ত ঘামে কেনা মুক্তির বারতা
আমাদের হৃদয় এক কৃষ্ণ গহ্বর
আলোহীন অন্ধকারে কাঁপে থরোথর!!

৬০
মন্তব্য করতে ক্লিক করুন