অমর সাইদের হাত দিগন্ত ছুঁয়ে

হাসান জামান হাসান জামান

আঁধারের নৈরাজ্যে নাচে ভয়ংকর বিভীষিকা
বিস্মিত কবির কলমে হয় না রক্ত কাব্য লিখা!
ঘরে বাইরে আতংকিত প্রাণ মৃত্যু উপত্যকায়
তিমির বিনাশী সুর আগুনের শিখা কে ছড়ায়!

দাঁড়াতে দাও নিজের পায়ে মেধা ও ঘামে -
থমকে দাঁড়ায় অবাক পৃথিবী আগুনের বৃষ্টি নামে
কেউ বোঝে না তরুণ প্রজন্ম ক্ষুধা সামান্য দাবী
জীবন দিয়েই কিনলো ওরা আগামীর স্বপ্ন চাবি!

আশা নয় ভাষা নয় স্বপ্ন হীন অবহেলিত বুকে
হৃদয় খুঁড়ে যারা বেদনার বিষ ঢালে বিপ্লবী মুখে
এখন কোথায় সেই ঘষেটি বেগম সর্পের ফনা
যার কালো হাতে রঞ্জিত বাংলার প্রতি ধুলি কণা!

যখন পাখিরা নির্বাক গর্তে খোঁজে অভয়াশ্রম
বাতাসে বারুদের গন্ধ পুড়ে সুরম্য নগরী রোম
তুমি বাজাও বাঁশি, অন্ধ তোমার হিংস্র দু'চোখ
রক্তে লালে লাল কৃষ্ণচূড়া কেমনে ভুলি এই শোক!

এখানে প্রেম প্রীতি সুখ পরাজিত, সুবর্ণ গ্রামে
,উড়ে রক্ত পিপাসু ভ্যাম্পায়ার রক্ত বৃষ্টি নামে
ভুলে যাই, স্বাধীনতা সাম্য আর প্রেমের আহবান
কত শত মায়ের বক্ষ শুন্য হলে ভরে তোমার পরাণ?

পালাবে কোথায় তুমি চারিদিকে অমর সাইদের হাত
দিগন্ত ছুঁয়ে, তিতুমীর কন্যারা আনলো নতুন প্রভাত।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন