আর ক\’টা দিন ভেসে যাই স্বপ্নের সমুদ্দুরে
কখনো অরন্যে কখনোবা পাহাড় চূড়ে
অভিমানী পরাণ গহীনে তুমি শুয়ে থাকো
মেঘের কান্নাগুলো জলহীন বুকে লুকিয়ে রাখো!
আর ক\’টা দিন একা একা দূরেই থাকো
আকাশে ছড়িয়ে পড়ুক দাবানল তোমার দীর্ঘশ্বাসে ভাষাহীন নক্ষত্র নীড়ে তুমি দৃষ্টি রাখো
স্মৃতির গভীর থেকে ভালোবাসা যেন ফিরে আসে!
আর ক\’টা দিন নিদ্রাহীন কেটে যাক রাত
স্নেহহীন রৌদ্রে পুড়ুক প্রেমের বাগান
সব ফুল ঝরে গেলে তোমার প্রসারিত হাত
জড়িয়ে ধরে আমায় হৃদয় গেয়ে যাক ভৈরবী গান!
আর ক\’টা দিন বৃষ্টিহীন গ্রীষ্ম খরায়
হেঁটে যাই জীবনের বাঁকীটুকু পথ
ক্লান্তিহীন মায়াহীন ধূষর চড়াই উৎরাই
পেরিয়ে যাব একদিন শীতের শহর ভুলে সব দুঃখ ক্ষত।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন