যতটুকু আশা জাগে মনে
আঙুলের ফাঁক গলে গলে
সাফল্য ধুয়ে যায় সময়ের জলে।
কেবলই চিন্তা বাড়ে দুঃখ বাড়ে
জলের তোড়ে ব্যস্ততা বাড়ে প্রতিদিন
অভিমানে অভিযোগে এ অন্ধকারে
ভালো থাকা টিকে থাকা ভীষন কঠিন।
মানুষের পাখির মতন ডানা নাই তবু সে
দুঃখ পেলে উড়াল দিতে চায় আকাশে!
মাঝে মাঝে ইচ্ছে করে ছুটি নিতে।
সুদীর্ঘ ছুটি। দুঃখ থেকে। আঁধার থেকে
দুখের দেয়াল ভেঙে। পথ যায় বেঁকে!
কোন দিকে যাবে তুমি কোন দিকে যাবে
ভেতরে বাইরে অন্ধকার! গাঢ় অন্ধকার!
পা বাড়ালেই পথ তোমাকে গিলে খাবে।
ট্রাফিক জ্যামে আটকে আছি বহুদিন।
এর চেয়ে মুনি ঋষি হওয়া ঢের ভালো!
থাকবে না কারো দায় থাকবে না ঋণ!
মানুষ জানেনা তার মনের ঠিকানা
মন চায় মনের মাুনুষ সোনার দিনার
অন্ধকারে খোঁজে এক আলোর মিনার
যাতনার সংসারে নেই পথ জানা
আশা এক অলীক পাখি উড়তে মানা
তবু তারে এ হৃদয় চায় হার মানে না!
মন্তব্য করতে ক্লিক করুন