হাসান জামান

কবিতা - ভুল পথে

লেখক: হাসান জামান

ভুল পথে হেঁটে হেঁটে
কেটে গেছে পঞ্চান্ন বছর
বেখেয়ালে উড়ে গেছে শৈশব কৈশোর
উড়ে গেছে উল্লাসে সময়ের ডানা
ফেলে গেছে স্মৃতির পালক দুঃখ বাহানা
এখন শরীরেের ভাঁজে ভাঁজে চৈত্র দহন
অশনি হাওয়ায় কাঁপে দেহঘড়ি মন
নির্জন নগরীতে জেগে থাকে নিঃসঙ্গ রাত
জানি ফিরবে না বসন্তদিন রঙিন প্রভাত।

প্রজাপতি হয়ে উড়ে স্মৃতির শিশির
মনের জানালায় রক্তক্ষরণ ঢুকে পড়ে তীর
ভোরের আকাশে শুনি বেলালের ধ্বনি
ভুল পথে এ শহরে আর কতকাল!
মগজে মৃত্যুর ভ্রুন সাথে নিয়ে স্বপ্নের জাল!

ভুল পথে ঝরে গেছে সময়ের ফুল
আহত হৃদয়ে শত বেদনা ব্যাকুল
তবু প্রতারক সংসার ডাক দিলে
ছুটে যাই ভুল পথে ফের স্বপ্ব নীলে
বিশ্বাসী রোদে পুড়ে পুড়ে
এ হৃদয় হলোনা খাঁটি অংগার
তবু প্রিয়তম রব তোমার আশীষ চাই
সহস্র জনমে সহস্র মরণে বারবার!

১৬৯
মন্তব্য করতে ক্লিক করুন