রাজা ছিলো দিগম্বর!
জঙ্গলের কানুনে গনতন্ত্র ছিলো কফিন বাক্সে।
পাইক পেয়াদা ছিলো আঙুল ফুলে কলাগাছ!
সুশীল ছিলো তৈলবাজ বাক প্রতিবন্ধী!
গনতন্ত্রের গনকেরা বাইজী ঘরের মধ্য মনি।
ফ্যাসিস্ট কাকেের সারি সারাদিন কা -কা -চিৎকারে
ভাঙ্গাতো ঘুম খেলা হবে -খেলা হবে বলে!
পৃথিবীর সব কবিতা লেখা হতো সেই রাজার নামে
ওদ্ধৌত্য ছিল আকাশ সমান! জনতা ছিলো নির্বাক!
যাদের কন্ঠ ছিলো উচ্চকিত ওরা সবাই গেছে
কবরে শ্মশানে নয়তো আন্দামানে।
চারপাশে ভয়ংকর নীরবতা! স্বাধীনতা ছিলো নির্বাসনে
সুতরাং বিপ্লব ছিলো অনিবার্য।
ছাই চাপা আগুন ছিলো অন্তরে অন্তরে!
মজলুমের আর্তনাদে আকাশ ছিলো মেঘাচ্ছন্ন
বিজয় এলো আশ্চর্য অলৌকিক রক্ত স্নাত দেশে
সাইদ মুগ্ধ এলো যেন হ্যামিলনের বংশীবাদক
শহরের সমস্ত নষ্ট ইঁদুর ঘর বাড়ি সংসার ছেড়ে
পালালো পাহাড়ের জঙ্গলে ইতিহাসের আস্তাকুঁড়ে!
ফ্যাসিস্ট পরাজিত হয় বিধির বিধানে
রক্ত পিপাসু কাক উড়াল দিয়েছে
আকাশে পাতালে কোথায় কে জানে ?

০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
১০৪
মন্তব্য করতে ক্লিক করুন