বিশ্বাসঘাতক
হাসান জামান
১৮-৪-২৫।

আমরা তখনও বন্ধু ছিলাম
যখন আমাদের স্বাধীনতা ছিলো না
ছিলাম অন্ধকারে আয়না ঘরে
করাত কলে শুয়ে ছিলো দেশ!

দূঃশাসনের বরফ গলে
খরস্রোতা রক্তের নদী জলে
যখন উড়লো বিজয় পতাকা
ছিঁড়ে গেলো ঐক্যের বন্ধন
তারুন্য ফিরলো রক্তমাখা গায়ে
কেউ অন্ধ কেউ পঙ্গু
শুন্য হাতে বিক্ষত পায়ে!
কাঙাল বাংলার জমিন
ভিজলো জননীর চোখের জলে!

আমরা তখনও মিছিল স্লোগানে
হাঁটছি বৈষম্যহীন সমাজের গানে
উজ্জীবিত কৃষক পাড়া তখন
ক্ষুধার্ত মৌমাছিরা উন্মাদ ভীষন
ক্ষমতার ঘ্রানে অনন্ত মধু
আহা যেই লাউ সেই কদু!
উড়িয়ে বিভেদের কালো পতাকা
পুড়িয়ে ফসলের সুষম বণ্টন
অস্ত্রে শান দেয় মঞ্চে ঘোষনা করে
তোমরা বিশ্বাসঘাতক!

২৫৫
মন্তব্য করতে ক্লিক করুন