হাসান জামান

কবিতা - বৃক্ষ পাথর বলবে কথা

লেখক: হাসান জামান

ওরা ভেবেছে সব কিছু মেনে নিয়েছি
বিশ্বাসীদের তাঁবু আগুনে পুড়িয়ে দিয়েছি
রাফাহ শহরে কোন মানব শিশু আর জীবিত নেই
ফুঁ দিয়ে ইমানের শিখা নিভিয়ে দিয়েছি এক নিমিষেই !

ওরা ভেবেছে কেউ আর বলবেনা কথা
কেউ রইলো না বলে চাইবেনা পবিত্র ভূমির স্বাধীনতা
বলবেনা , সেভ আস প্লিজ! হাতে রাখো হাত
তোমরা কি নও বদরের সাথী প্রিয় নবীজির উম্মাত ?

ওরা ভেবেছে নিশ্চুপ আছে আজ তাবৎ জমিন
ভাঙবে না নিরবতা জাগবে না আর কোনদিন
রাফার মাটিতে মিশে যে রক্ত প্রাণ হলো একাকার
প্রতিশোধ নিতে তার নুহের প্লাবন ফিরবে না আর!

ওরা জানেনা মুজাহিদেরা ফের আসবে ফিরে
স্বাধীন পতাকা উড়বে রাফার আকাশ নীড়ে!
ওরা জানে না বৃক্ষ পাথর শীস দিয়ে বলবে কথা –
আমার পেছনে দ্যাখো সীমালঙ্ঘন কারী বানরের দল
ওদের হত্যা করো,ভেঙে দাও পৃথিবীর সব নিরবতা।

১১৮
মন্তব্য করতে ক্লিক করুন