এমন ফুলের শরতে

হাসান জামান হাসান জামান

শরত মানেই নীল শাদা মেঘ
আকাশে পাখির মেলা
সবুজের মাঠে স্বপ্নের দোলা
সকাল সন্ধা বেলা।
হিমেল হাওয়ায় মন ছুঁয়ে যায়
ধূষর হৃদয়ে আদর,
ঘাসের ডগায় হালকা শিশির
পা ভেজা শীত চাদর।
ঢেউ খেলে যায় আদিগন্ত মাঠে
সবুজের সমারোহ
বর্ষা সজল সবুজ ধানের মাঠে
জাগে প্রাণ প্রবাহ!
ফুটে আছে লাল শাপলা পদ্ম
নদী নালা খাল বিলে,
স্বচ্ছ জলে রাতের আকাশ
নাচে নক্ষত্র নীলে।
তিতাস নদীর শান্ত জলে ঢেউ
ঝাউবন কাশফুলে
শিউলি শেফালী গগন শিরীষে
নিঝুম প্রকৃতি দুলে।
শরতে আজ মোহনীয় রাত দিন
মিনজিরি প্রাণ বকুল
অঞ্জলি নিয়ে কলিয়েন্ড্রেরা ফোটে
তোমার জন্য আকুল!
বৃক্ষের ডালে আমলকী জলপাই
ডুৃমুর করমচা তাল,
চালতা ডেউয়া অরবরই আনে
এই সে শরত কাল!
এমন ফুলের শরতে ভাসে প্রাণ
প্রজাপতি উড়ে মনে
পাখির সুরে উড়ে যাই আকাশে
ভেসে যাই দূর বনে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন