এমন যদি হতো
দুঃখ গুলো উড়ে গেছে
পাখির ঝাঁকের মত
আকাশ থেকে খাদ্য খানা
আসছে অবিরত!
গরীব দূখী নিঃস্ব এতিম
দুবেলা পায় আহার
সবুজ শ্যামল এ পৃথিবীর
পাল্টে গেছে বাহার!
তাবৎ প্রাণী উল্লাসে
তাই সিজদা অবনত।।
এমন যদি হতো
দুঃখ গুলো উড়ে গেছে
পাখির ঝাঁকের মত
আকাশ থেকে খাদ্য খানা
আসছে অবিরত!
গরীব দূখী নিঃস্ব এতিম
দুবেলা পায় আহার
সবুজ শ্যামল এ পৃথিবীর
পাল্টে গেছে বাহার!
তাবৎ প্রাণী উল্লাসে
তাই সিজদা অবনত।।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন