হাসান জামান

কবিতা - ঘিওরে আর্তনাদ

লেখক: হাসান জামান

ঘিওরে বৃষ্টি নামে, পাহাড় থেকে নেমে আসে
হাঙ্গরের মতো পাহাড়ী ঢল,
জোয়ারের তোড়ে ভাঙ্গে বেড়ীবাঁধ ডুবে যায়
মহুরী নদী বন্যা প্রবল।
অবেলায় শ্রাবণের মেঘ ঝড় বৃষ্টি কতদিন
পরে এলো ভারী বর্ষন,
তলিয়ে যাচ্ছে ঘর বাড়ি ফসলের ক্ষেত
হাহাকারে ভরে ওঠে মন!
তলিয়ে যায় বেতাগী বরগুনা ঝালকাঠি
চাঁটগা মোংলা রাজাপুর ভোলা,
বিপদ সীমার উপর প্রবাহিত পানি,ডুবে যায়
চাষীদের আশা প্রিয় বীজ তলা।
রাস্তা ঘাট চিংড়ি ঘের ভেসে যায় গ্রাম
প্রিয় বসত ভিটা পানির অতলে,
মৌসুমী এ দৈত্য দানব কে রুখতে পারে
কোন আলাদীন নীল বোতলে?
খেটে খাওয়া দিনমজুর গৃহহীন ক’দিন ধরে
একহাঁটু জলের উপর দিশাহীন
শিশুর কান্না মিশে গেছে বন্যার জলে ডুবে গ্যাছে সূর্য, মানুষেরা উপায় বিহীন!
পশু পাখি গাছ গাছালী করে আর্তনাদ সাত আসমানে
প্রকৃতি কি শুনেছে সেই ফরিয়াদ কে জানে?

১৫৬
মন্তব্য করতে ক্লিক করুন