কি নিকষ অন্ধকার!
মাঝে মাঝে আলোছায়া
রক্তাক্ত পায়ে কতটুকু পথ হেঁটে যাব আর ?
সামান্য ঘাসের শরীরে যৌবন কতটুকু ধার!
মাঝে মাঝে নিজের আঙুল ছুঁয়ে দেখি
সব স্বপ্ন কালি করে আলোর কবিতা লিখি
পায়ের নীচে নুড়ি পাথুরের কণা
বুকের গহীনে উদ্যত ভয়ের সর্পের ফণা
সংসার ধর্ম হলো না আমার,
দিন শেষে চৌকাঠে আলোছায়া মৃত্যু কুমার!
ছুটে আসে রোগ ব্যাধি জ্বরা ভয়ার্ত রাত
চোখের পাতায় মুছে যাওয়া দিন জলের প্রপাত
এখন কিছুই পড়ে না মনে! শুধু স্মৃতির কঙ্কাল
আশাহীন ভাষাহীন নিকষ অন্ধকার একতাল
জেগে থাকে চোখের সীমান্তে নির্ঘুম বিষন্ন সকাল!
রাতের জানালা খুলে নক্ষত্রের সাথে কথা বলা
হঠাৎ কি থেমে যাবে পথিক তোমার
ক্লান্তিহীন এই পথ চলা ?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন