হাসান জামান

কবিতা - জুলাইয়ের লাল সালাম

হাসান জামান

বিজয়ের গল্প ফুঁ দিয়ে উড়ায় কারা
বাতাসে ছড়ায় কারা বারুদের ঘ্রাণ
কারা বলে জুলাই ছিলো আবেগের নাম
বিভ্রান্ত তারুণ্য উদ্দাম!
রাজপথে রক্তের দাগ –
হৃদয়ে রক্ত ক্ষরন অবিরাম
বর্ষার বিপ্লবীরা বৃষ্টিতে ভিজে
মায়ের কলিজায় দগদগে অভিমান
কারা মুছে দিতে চায় মুগ্ধ সাইদের বলিদান ?
এরা সেই পুরাতন চেতনার কারবারি
আস্তিনে অদৃশ্য তরবারী!
মিথ্যা দিয়ে কি সত্য ঢাকা যায়?
মেঘের পাহাড়ে সত্যের উত্থান
হে নির্ভীক তারুণ্য কিংবদন্তী প্রাণ
জেগে উঠো, শোনাও আধমরাদের মুক্তির গান
জানাও জুলাইয়ের লাল সালাম! তোমার হাতে
ফারাক্কা ভেঙে আসুক জোয়ার আগামী প্রভাতে।

৬০
মন্তব্য করতে ক্লিক করুন