কথা হবে! হয়তো হবে না।
এখন একটি রাতও কাটে না।
অথচ একটি বছর শেষ হয়ে যায়।
প্রবাসে দীর্ঘশ্বাসে
হেমন্তের সবুজ পাতা বিবর্ণ হলো
হিম হিম সন্ধ্যায় শীত ফিরে আসে।
দিগন্ত ছুঁয়ে হলুদ শর্ষের কার্পেট
শালিক চড়ুই ফিরে গেছে ঘরে
শীত গ্রীষ্ম একা পড়ে আছি নিশুতি শহরে
রাত্রি দিপ্রহরে
ঠান্ডায় মধ্যরাতে কাতর চোখে
হোয়াইটস আপ ম্যাসেন্জারে
আগুনের উষ্ণতা খুঁজি অগোচরে।
এখন তীব্র শীতে জুবুথুবু আমাদের সম্পর্ক
আমি বৃক্ষের মতো দাঁড়াতে শিখিনি
তবু স্পষ্ট আমার কবিতায় শীতের শিশির
তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়।
ট্রাফিকের বেরিকেড ভেঙে টপকে সীমানা প্রাচীর
ইচ্ছে গুলো জোনাকি পোকার মত উড়ে যায়।
কথা গুলো লটকে থাকে শিশিরে শিশিরে
হিম কুয়াশায়!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন