হাসান জামান

কবিতা - লোভের অসুখ

লেখক: হাসান জামান

অর্থ বিত্ত সম্মান লুটে নিতে
আমি হুজুগে মাতি নি
লেজ নেড়ে ভিক্ষুকের মতো
তোমার কাছে দু হাতও পাতি নি।
নিজে কে করি নি সমর্পণ
তোমার পায়ের তলায়
অপমানের সুতীক্ষ্ম কাঁটায়
বিদ্ধ করেছো পা এ পথ চলায়।
তোমার উপেক্ষার আগুনে
পুড়ে গেছে আমার সুনীল আকাশ
কষ্ট স’য়ে স’য়ে আজো হাঁটি একা
যদি কোনোদিন পথে হয় দেখা
কি দিয়ে লুকাবে লজ্জিত মুখ
যখন তোমার আত্মায় আগুন
এক পৃথিবী লোভের অসুখ!

৮৪
মন্তব্য করতে ক্লিক করুন