হাসান জামান

কবিতা - মুক্ত বিহঙ্গ

লেখক: হাসান জামান

যে ছেলেটি স্বপ্ন ঘুড়ি উড়ায়
নীল আকাশের পারে
শাসন বারণ করো নাকো তাকে
খিল দিয়ো না দ্বারে!

যে ছেলেটি পাখির ডানায় উড়ে-
সাগর নদীর পাড়ে, আলো অন্ধকারে
বাদাম তুলে নৌকা ছুটায়
ঝড় তুফানের বাঁধন টুটায়
সেই ছেলেটির জন্য ভীষণ
মনটা আমার পু’ড়ে ?

সেই ছেলেটির মনে অনেক মায়া
ফুল পাখিদের অনেক ভালোবাসা
লেটোর দলে সেই তো গানের রাজা –
হতেও পারে প্রাণের পাখি বুলবুল –
ঝাঁকড়া চুলের দস্যি ছেলে নজরুল!

মানব জাতির বাঁচায় যারা মান
সেই ছেলেরা আসুক ঘরে ঘরে
বেঁচে থাকুক তারা, তাদেরই সম্মান।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন