নাফিজের মায়ের কান্নায়
হাসান জামান
৩৭, সুলতানা বাদ রাজশাহী, পঞ্চম তলায়
মাথার কাছে খোলা জানালায় রাখি চোখ
দেখি বিমর্ষ আকাশ! নাফিজের মায়ের কান্নায় ভরা
হেমন্তের মেঘমালা! আমার ছোট ছোটো দুঃখ গুলো
বিষাদ সিন্ধু , বুক জুড়ে বারুদ আর্তনাদ ।
চোখের পাতায় লোনাজল! অথচ আশ্চর্য
লজ্জাহীন স্পর্ধায় টকশোয় কথিত সুশীল
ঝড়ের তান্ডব ফুঁদিয়ে উড়ায় এই রক্তাক্ত বিপ্লব!
উটের মতো বালিতে মুখ গুজে। নাম বলবো, না থাক।
সকল সুবিধাভোগী মীরজাফরের মুখ একটাই!
ওরা লাল প্রাসাদের অদ্ভুত গল্প শোনায়।
থুতু দিতে ইচ্ছে করে!
আমি এই লাল প্রাসাদ আর
চব্বিশের গণহত্যাকারীদের আস্ফালন দেখি।
এ প্রাসাদ রাজতন্ত্রের সূতিকাগার ভেঙে ফেলতে চাই ।
কালে কালে এখান থেকেই জন্ম নেয়
রাজতন্ত্রের নবীন শিশু অবশেষে বিষবৃক্ষ!
এ প্রাসাদে পঞ্জীভূত বাংলার সমস্ত অন্যায়!
যারা শৃঙ্খল ভেঙে এনেছে নতুন সকাল
ওদের বিপক্ষে যারা দাঁড়ায়
ফিরে আসে সোসাল আড্ডায়
ওরা নাফিজের রক্তাক্ত রিকশায় চড়ে
এই প্রাসাদের নীল রেস্তোরাঁয় কফি খেতে চায়!
সমূলে উপড়ে দিতে ইচ্ছে করে বিবেকহীন অন্ধকার অপবিত্র মলিন মুখ আর তার সাম্রাজ্যবাদী দৃষ্টি!
আমি চোখ রাখি দক্ষিণের খোলা জানালায়
দেখি নাফিজের রক্তে ভোরের আলোয় নতুন সূর্যোদয়!
নাফিজের মায়ের কান্নায় লিখতে চাই নতুন কবিতা
এই বাংলার লাল সবুজের পতাকায়।
মন্তব্য করতে ক্লিক করুন