হাসান জামান

কবিতা - অপরাজিতা

হাসান জামান

আমি চাইনি তোমার নীল দৃষ্টিতে
ভিজে যাক কারো মন বৃষ্টিতে
ছুঁয়ে যাক মেঘের শরীর উৎসবে
আমি চেয়েছি শুধু তুমি আমারই হবে।

আমি চাইনি শিশিরে ধোয়া পা
তোমার রাঙানো হাত চোখ ইশারা
কারো মনে স্বপ্ন ছড়াক অপার মুগ্ধতা।

তোমার আনন্দ উত্তাপ উচ্ছাসে
মরুদ্যানে ফোটে ফুল মৃত ঘাসে
কল কল ধ্বনি যৌবন ফিরে আসে।

আমি চাইনি তুমি থমকে দাঁড়াও
অন্য কারো দিকে মুখ তুলে চাও
পথ হারিয়ে পথের মাঝে
কারো বুকে জাগাও তুফান সকাল সাঁঝে!

আমি চাইনি তুমি অন্য কারো হয়ে যাও
বৈরী বাতাসে ভেসে যাক বসন্ত গান
সমুদ্রে ডুবে যাক আমাদের স্বপ্নের নাও।

১৩৪
মন্তব্য করতে ক্লিক করুন