বৈষম্য বিভেদ ভুলে
হাতে হাত রাখো
বন্যায় বাঁধ ভেঙো নাকো
ঐক্যবদ্ধ থাকো!
অসমাপ্ত লড়াই বৈরী সময়
অনেক কিছুই দেখার বাঁকী
সংহত করো প্রিয় রবের বিজয়!
উহুদ পাহাড় দাও পাহারা
গনিমতে হয়োনা অস্থির
নচেৎ দিন শেষে হবে দিশেহারা!
আগুনে হয়োনা উন্মাদ
বুকে রাখো মনের আগুন
প্রস্তুত থাকো। ধৈর্যের পথে
আসবে রঙীন ফাগুন!
চোখ কান খোলা রাখো
হয়োনা অস্হির! আত্মহারা!
মুখোশের আড়ালে আছে
পুরাতন পাপীদের প্রেতাত্মারা!
মন্তব্য করতে এখানে ক্লিক করুন