তীব্র দহনে পুড়ছে নগর গ্রাম
ঝরছে ঝরুক গাছের সবুজ পাতা
হে রব তোমার জানি না মনস্কাম
নিও না কেড়ে তোমার রহম ছাতা!
নিরব নগরী পথ ঘাট সব ফাঁকা
মরুর হাওয়ায় অগ্নি শিখা জ্বলে
মরীচিকা নীল আকাশ করে খাঁখা
শীতল বৃষ্টি নামুক ধরনী তলে!
এ প্রাণ ওষ্ঠাগত এ কেমন অবহেলা
খেয়ালী প্রকৃতি খ্যালো না নিঠুর খেলা
আমার মাথায় দিও না আগুন ঢেলে
তীব্র দহনে বৃষ্টি চাই
আসমানে হাত তুলেছি তাই
প্রিয় মিকাইল এসো মেঘের ডানা মেলে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন