হাসান জামান

কবিতা - প্রিয়তমা

হাসান জামান

কখনো তুমি তীব্র শীতে
আমার পশমী চাদর
ঘন বরষায় মনোরম মেঘ,
বৃষ্টি সিক্ত আদর।

কখনো তুমি আগুনের পাখি
কাল বৈশাখী ঝড়
আগুনে পোড়ানো ট্রয় নগরী
হতবাক অন্তর!

কখনো তুমি রংগীন ফাগুন
ফুলে ফুলে সুঘ্রাণ
তোমার ছোঁয়ায় মনের জ্বালা
নিমিষে বিলীন ম্লান।

যখন তুমি ডাকোনা কাছে
ছড়াও না চাঁদ হাসি
করি দুখেের পেয়ালা পান,তবু
তোমাকেই ভালবাসি।।

পরে পড়বো
২৩৮
মন্তব্য করতে ক্লিক করুন