হাসান জামান

কবিতা - সেই ছেলেটি ফিরালো না আর

হাসান জামান

অবশেষে বিজয় এলো ফিরে
একে একে ফিরলো সব ছেলে মায়ের কোলে
বুকের জগদ্দল পাথর গেলো নেমে দীর্ঘশ্বাসে
অনেক রক্তের মেঘ ভেসে গেল বাতাসে!
শুধু মা হারা সেই ছেলেটি ফিরালো না আর!
যে এখন পড়ে আছে হিমশীতল মর্গের পাতালে
অনেক কাটা ছেঁড়া মৃত লাশের মাঝে
কেউ তার নিলো না খবর!
কেউ তার খুঁড়ে নি কবর।
কাঁদেনি এ পাড়া ও পাড়ায় কেউ! অলি গলি
চায়ের দোকানে মুদি মালী ভোরের সকালে
যে ঘুমাতো রেলওয়ে মাঠের ভাঙা বেঞ্চিতে
গভীর রাতে নিঃসীম অন্ধকারে!
পেটোয়া পুলিশের গাড়িতে কে ছুঁড়েছিল ঢিল
পুলিশ ছুঁড়েছিল বুলেটের শীষা!
ছত্রভংগ ছাত্ররা ছুটে ছিল পঙ্গপালের মত
মেধা কিম্বা কোটা কোনটার দরকার ছিলো না তার
ছিলো না কিছুই চাওয়ার!
তবুও সে ছিল মিছিলের অগ্রভাগে
সে কখনো যায়নি মক্তবে ক্লাসে স্কুলে
যে ছিল সামান্য পথের টোকাই!
এ বিজয়ে তার কি আসে যায়!
তার খোঁজে আসে নি কেউ জাগে নি নদীতে ঢেউ
শুধু একটা নেড়ি কুকুর রাত্রি গভীর হলে
ভাঙা বেঞ্চির গন্ধ শুঁকে শুঁকে ডেকে ছিলো তাকে
কেঁদেছিল করুন সুরে ভীষন একাকী!

১৯০
মন্তব্য করতে ক্লিক করুন