তারুণ্যের বিজয় ২০২৪

হাসান জামান হাসান জামান

এই বাংলা তোমাকে বিতাড়িত করবে অবলীলায়
তোমার সম্রাজ্য সংকীর্ণ হয়ে বলে উঠবে বিদায়!
তোমার সীমাহীন ক্ষমতার অভিশপ্ত রক্তাক্ত হাত
ভেঙে দেবে আলোর পাখিরা আনবে নতুন প্রভাত।

এই দেশ জনারন্য অকুতোভয় তুমি বানালে দাসে
পুড়ে ছাই ভষ্ম সবুজ উপত্যকা তোমার অগ্নি সন্ত্রাসে
কেড়ে নিলে স্বপ্ন স্বাধ স্বাধীনতা উলঙ্গ নিঃস্ব করে
লক্ষ তাজা প্রাণ চাপা দিলে আয়না ঘরে গন কবরে!

তুমি ভাবোনি কখনো পাল্টে যাবে তোমার নাম ধাম
তুফানে ভেসে যাবে গঙ্গাজলে ওপারের বাঁদী গোলাম!
এখনো কি ঈর্ষার অগ্নি শিখা জ্বলে তোমার বুকে
জ্বলে শিখা অনির্বাণ দেহ প্রাণ অন্তরে চোখে মুখে!

মানুষের জীবন কি ঠুনকো কাঁচের টুকরো কণা
ঢেলে দাও ভাংগা পেয়ালায় সর্প বিষ নীল ফনা!
বংশের নামে জ্বলে উঠে অহংকার দম্ভ তোমার
সে আগুনে পুড়ে ছাই হলো কতো কতো পরিবার!

জীবনের জলন্ত চুলায় কৃষক শ্রমিক সর্বহারা
কি মূল্য আছে তোমার কাছে ঠাট্টা বিদ্রুপ ছাড়া
অবাক পৃথিবী তোমার দুচোখ অন্ধ স্বার্থ বনিক
অন্যের চর দখলকারী ক্লিউপেট্রা প্রেমিক রসিক!

দেড় যুগে যা দিয়েছো বাঙালিকে তা অনেক ঢের
একটি মুখ এঁকে রাখি হায়েনা টিক্কা খানের পাশে
ভয়ঙ্কর স্বৈরাচারী মুখ দেয়ালে ফুটপাতে সবুজ ঘাসে!

তোমার বিদায়ে মুক্ত বিহঙ্গ ডানা মেলে উড়ে উড়ে
শীষ দিয়ে যায় ভোরের দোয়েল হৃদয় অন্তঃপুরে!
হে আমার প্রিয় দেশ প্রিয় জমিন রক্ত পতাকা হাতে
বিজয়ী বীর সাইদ মুগ্ধ গর্জে উঠে তিমির বিনাশী প্রাতে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন