হাসান জামান

কবিতা - তোমার ভালোবাসার সীমানা

হাসান জামান

আমি ঘর থেকে পা বাড়ালেই
তোমার দু’চোখ ছলোছল করে ওঠে!
সকল হাসি ফুরিয়ে যায় নিমিষে!
আচমকা ঘরে নেমে আসে একরাশ নিস্তব্ধতা !
আমি দিব্যি সিঁড়ি ভেঙে নীচে নেমে যা-ই!
তুমি ছুটে আসো পাঁচ তলার ব্যালকনিতে! রিকশায় উঠতে উঠতে ঘাড় ঘুরিয়ে ওপরে তাকাই।
তোমার দুঃখ মগ্ন মুখ কাতর দৃষ্টি তাকিয়ে থাকে
শুন্য পথের দিকে!
ঘড়ির কাঁটায় উদাস দুপুর ঝিমায় তখন ।
বরেন্দ্র এক্সপ্রেস প্লাটফর্মের তিন নম্বরে দাঁড়িয়ে থাকে আমার অপেক্ষায়!
হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে যায়!
তুমি ফিরে যাও নির্জন ঘরের কোণে
পড়ে থাকো অসহায় মমির মত একাকী!
অকারণে আকাশ বিলাপ করে-
কেউ কারো জন্য অপেক্ষায় থাকে না!
সুখের সময় দ্রুতই ফুরিয়ে যায় !
অস্ফুট স্বরে কখনো বলতে পারিনি
আমারও ইচ্ছে করে না পা বাড়াই গন্তব্যের দিকে
ট্রেনের মতো হুইসেল বাজিয়ে মূহুর্তে পেরিয়ে যাই
তোমার ভালোবাসার সীমানা!

১৩২
মন্তব্য করতে ক্লিক করুন