হাসান জামান

কবিতা - তুমি চলে গেলে

লেখক: হাসান জামান

তুমি চলে গেলে—কেউ মনে রাখবে না,
ফিরে এসো শ্রাবণের মেঘ কেউ ডাকবে না
ঘর জুড়ে স্মৃতির পালক সোনালী চুলের সুঘ্রাণ
নিঃসঙ্গ জানালায় কাঁদে ফিসফিস অভিমান!

তোমার স্পর্শ কেবল বাতাসে উড়ে
তোমার কন্ঠ ধ্বনি ঘুমহীন বালিশে পুড়ে
কে রাখে মনে আজ? বলো কে রাখে খোঁজ?
সবকিছু নিরব,নিথর থেমে থাকা রোজ!

চেয়ে চেয়ে আকাশ দেখে অচেনা পথিক,
উত্তাল সমুদ্রে হারিয়েছে পথ প্রেমিক নাবিক
একটা মেঘ নামে প্রতিদিন হৃদয়-আকাশে,
তোমার শুন্যতায় হাহাকার- রাতের বাতাসে!

তুমি চলে গেলে—থাকেনা কোনো অভিমান,
সন্ধ্যা তারা হয়ে জাগি, শুনি আকাশের গান।

২০
মন্তব্য করতে ক্লিক করুন